জেলা ব্যাপি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে শনিবার বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
পুলিশের সাঁজোয়া যান (APC) সহ একাধিক ভেইকেল,মোটরসাইকেলে করে জেলা পুলিশের রায়োট কন্ট্রোল টিমের সদস্যরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে এই মহড়ায় অংশগ্রহণ করেন।
শনিবার বেলা ১২:০০ ঘটিকার দিকে অনুষ্ঠিত এই মহড়ায় নেতৃত্ব দেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার);মাগুরা মহদোয়।
এ সময় তিনি যে কোন প্রকার আইন-শৃঙ্খলা অবনতি প্রতিহত করতে পুলিশ সদস্যদেরকে মোটিভেট করে বক্তব্য প্রদান করেন। সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে সকল পুলিশ সদস্যদের কে সর্বদা সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করেন।
এই মহড়ায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা; জনাব দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল); জেলা পুলিশের Quick Response Team (QRT) সহ সকল পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।