আম্পান দূর্গত এলাকায় ফ্রেন্ডস ডট কমের মেডিকেল টিম – magurarkotha.com

আম্পান দূর্গত এলাকায় ফ্রেন্ডস ডট কমের মেডিকেল টিম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৫, ২০২০

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ডট কমের উদ্যোগে, তাদের নিজস্ব মেডিকেল টিমের সাহায্যে বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা দিয়েছে শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সাতক্ষীরা ওয়ার্ল্ড সার্কেল ব্রাদার্সের সহযোগীতায় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিল ফ্রেন্ডস ডট কমের ৮ জন সদস্য।

সংগঠনটির সভাপতি মেহেদী হাসান সোহাগ জানান, “আমাদের ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান, ইতিপূর্বেও আম্পান কবলিত প্রতাপনগর ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। করোনাকালেও ৫০ টির অধিক পরিবারে আমাদের নিজস্ব অর্থায়নে ত্রাণ দিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান থাকবে।”

ফ্রেন্ডস ডট কমের পরিচালক আব্দুল হালিম জানান ” চলমান কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে প্রতাপনগর, গাবুরা ইউনিয়নে মেডিকেল টিম পাঠানো হবে। বিভিন্ন ব্যক্তি, সংগঠন থেকে আমাদেরকে সাহায্যের আহবান করছি। বর্তমানে এলাকায় না থাকায় সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি।”

উল্লেখ্য, বর্তমানে সংগঠনটির বিভিন্ন ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী মূলক কাজ করে যাচ্ছে। যা মানব কল্যাণে অবহেলিত জনগোষ্ঠীর কাছে আসছে।

error: Content is protected !!