আশাশুনির বুধহাটা-কুল্যা সিমান্তবর্তী ইরামনি ব্রিক্স-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল ও জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ও ইটভাটা আইন না মানায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারায় ভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে সহকারী ম্যানেজার ইয়াছিন আরাফাতকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জরিমানাকৃত টাকা পরিশোধ না করায় ইয়াছিন আরাফাতকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ সময় অফিস সহকারি আব্দুর রশিদ, একজন এসআইসহ সঙ্গিয় ফোর্স উপস্থিত ছিলেন।