আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে ম্যানজিং কমিটি গঠনের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর একজন অভিভাবক লিখিত অভিযাগ করেছেন। স্কুলের অভিভাবক মোঃ মফিজুল ইসলাম কর্তৃক জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, আশাশুনি উপজলা নির্বাহী অফিসার ও উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত পৃথক পৃথক আবেদনে জানাগেছে, স্কুলের ম্যানজিং কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তী সময়ের মধ্যে বিধি অনুযায়ী পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। কিন্তু বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটি গোপনীয়ভাবে ম্যানজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পাদন করে চলেছে। বিধি মোতাবেক মাইকিং করা, জনসমুক্ষ প্রচার করা, নোটিশ দিয়া ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি। এমনকি খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা নোটিশ বোর্ডে টানানো হয়নি। ম্যানজিং কমিটি গঠনের নীতিমালা ও বিধিবিধান লংঘন করে একটি পক্ষ কাউকে কিছু না জানিয় গোপনে কমিটি গঠনর পায়তারা চালানোর ঘটনায় সচেতন মহল হতাশ হয়ে পড়েছে। ভোটার তালিকা ও অন্যান্য কোন প্রকার তথ্য না পাওয়ায় অভিভাবকরা ধুয়াশার মধ্য রয়েছে। এব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিধি মোতাবেক ম্যানজিং কমিটি গঠনের জোর দাবি জানিয়ছেন অভিভাবক মোঃ মফিজুল ইসলাম। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ সাংবাদিকদের বলেন,শুনেছি আমাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হবে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পায় নাই। নির্বাচনের ব্যাপারে আমার কিছুই জানানেই। প্রধান শিক্ষক কার্যক্রম পরিচালনা করবেন, তিনি আমাকে জানালে ও দায়িত্ব পালনের চিঠি পেলে তখন বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হবে।