নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে মানুষের সংখ্যা দাড়াল এখন ৫ লাখ ৮ হাজার ৪২২ জন। আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২০) বাংলাদেশ সময় বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত এ তথ্য পাওয়া যায় আমেরিকার হপকিনস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
তাদের তথ্যানুযায়ী আরো জানা যায়, কোভিড-১৯ এ বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৬১৬ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ লাখ ৩৩ হাজার ৮৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন ৫৬ লাখ ৭৯ হাজার ৫৮১ জন। আক্রান্তদের ৯৯ শতাংশ মধ্যবর্তী অবস্থায় থাকলেও ১ শতাংশ মানুষ করোনাতে সংকটপূর্ণ অবস্থায় আছেন। তাদের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, বিশ্বে করোনা আক্রান্ত রোগীর ৮ শতাংশ মানুষ মারা গেছে।
উল্লেখ্য, আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার উপরে অবস্থান করছে, যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল এরপর ৩য় স্থানে রাশিয়া। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের লিস্টে করোনাতে এশিয়ায় ভারত ১ম ও বিশ্বে ৪র্থ অবস্থানে রয়েছে, বাংলাদেশ ১৮ তম স্থানে রয়েছে।