শনিবার (২০ মার্চ) মাঝরাতে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়।
মৃত বৃদ্ধরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে শেখ নজরুল ইসলাম (৬৫)। অপর জন কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে শফিউল্লাহ (৭০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানিয়েছে, কলারোয়ার শেখ নজরুল ইসলাম গত ১৩ মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ফ্লু কর্নারে ভর্তি হন। ২০ মার্চ রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে কালীগঞ্জ উপজেলার শফিউল্লাহ গত ১১ মার্চ একুই উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ফ্লু কর্নারে ভর্তি হন। তিনিও চিকিৎসাধীন অবস্থায় ২০ মার্চ রাত একটার দিকে মারা যান।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র টি আরও জানিয়েছে, মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এনিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাড়ালো ১৪৯ জনে।