কলারোয়ায় শনিবার বেলা ১১টায় মানববন্ধন, জবাই করে হত্যা সঠিক তদন্তের বিচারের দাবিতে – magurarkotha.com

কলারোয়ায় শনিবার বেলা ১১টায় মানববন্ধন, জবাই করে হত্যা সঠিক তদন্তের বিচারের দাবিতে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৭, ২০২০

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় নৃশংস হত্যাকান্ডের ঘটনা সঠিক তদন্ত ও প্রকৃত দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী।

শনিবার বেলা ১১টায় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে খলিসা গ্রামবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা, নৃশংস এই হত্যাকান্ডের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের বিচারের দাবি জানান।

উলেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারির মালিক শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ দিন রাতে নিহতের শ্বাশুড়ি বাদি হয়ে কোন আসামির না উল্লেখ না করে কলারোয় থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরদিন অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার নিহত শাহিনুরের ভাই রাহানুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি।

error: Content is protected !!