হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জের কৃষ্ণনগরের দানিয়ার খালটি দীর্ঘদিন পরে জনস্বার্থে উন্মুক্ত করলেন সাতক্ষীরার জেলা প্রশাসন। স্থানীয়দের মাঝে আনন্দ উল্লাস লক্ষনীয়।
সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পুর্ব কালিকাপুরের দানিয়ার নামক খালটি দীর্ঘদিন যাবৎ ব্যাক্তিস্বার্থে দখল করে আসছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। জনগুরুত্বপূর্ণ দানিয়ার খালটি মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ইউনিয়ন সহকারী(ভুমি) কর্মকর্তা ওবায়দুল্যাহ মাইকিং ও সাইবোর্ড টানিয়ে জনস্বার্থে খালটি উন্মুক্ত ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের কন্যা কেন্দ্রীয় জাতীয় পাটির নেত্রী সাফিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, সাইফুর রহমান বাবু, আফছার আলী, সদস্যা রাশিদা খলিল, গ্রাম পুলিশসহ শতাধীক উৎসুক জনতা। খাল উন্মুক্ত
বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ ইউএনও মোজাম্মেল হক রাসেল বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষে জেলা প্রশাসক সাতক্ষীরার মালিকানাধীন দানিয়ার খালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। খালে অবাধ জল প্রবাহ বজায় রাখতে হলে খালকে উন্মুক্ত রাখা জরুরী। গুটিকয়েক লোকের মাছচাষের জন্য খাল ব্যবহার অবাধ জলপ্রবাহে মারাত্নক বাধা সৃষ্টি করে। এক সময় তারা সুযোগ বুঝে কায়দা করে ভুয়া রেকর্ড করিয়ে পুরো খালটিই খেয়ে ফেলে। খাল হয়ে যায় ধান ক্ষেত, মাছের ঘের, বা আলিশান বাড়ি!