হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ১১ টায় নলতা অহছানিয়া মিশন রেসিডেনন্সিয়াল কলেজ মাঠ থেকে র্যালী বাহির হয়ে নলতা হাসপাতালের সামনে এসে শেষ হয়। বর্ণ্যাঢ্য র্যালী শেষে নলতা হাসপাতালের সামনে একটি হাত প্লান্ট উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ প্রকৌশলীর আয়োজনে নলতা কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী অমল কান্তি রায়ের সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া মিশন রেসিডেনন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক সাজদেুল হক সাজু প্রমুখ। অনুষ্ঠানে নলতা কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।