কালিগঞ্জে লিডারস্ এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইট এর সহযোগিতায় দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ ও ২৭ ডিসেম্বর ২ দিন ব্যাপী সমাজ পরিবর্তনে যুবসংহতি নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। কালিগঞ্জ উপজেলার লিডার্স এর সমন্বয়কারী শুলতা সাহা এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শওকত হোসেন। প্রশিক্ষনে ৩০ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক ও লিডারস এর কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিত বর্মন, নেতৃত্ব উন্নয়নে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষন ধারণা দেওয়া হয়।