শাহাদাত হোসেন (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘের আয়োজনে এই খেলায় কালিগঞ্জের উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘ ফুটবল একাদশ ৩- ২ গেলের ব্যবধানে কৃষ্ণনগর জাগ্রত যুবসংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। দেশী-বিদেশী খেলার ও প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসাবে শাহিন আলম ও রাহুল । খেলায় ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, ইউপি সদস্য মিলন হোসেন, বিভাস সরকার, মহিলা ইউপি সদস্যা মমতাজ বেগম,সাংবাদিক সাজেদুল হক সাজু প্রমুখ।