কালিগঞ্জে মালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাকের ড্রাইভার রাশিদুল। দুর্ঘটনাটি উপজেলার কলেজ রোডের গোরস্থান সংলগ্নে রবিবার(০৭ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টায় মহৎপুর গোরস্থান সংলগ্নে ঘটেছে।
সরেজমিন সুত্রে জানাগেছে, চট্রোগ্রাম থেকে ঝুঁটভর্তি ট্রাক কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী বাজারে শহিদুল ইসলামের কটন মিলে যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়ে পুকুরে পড়ে। ট্রাক চালক রাশিদুল বলেন সড়কের খারাপ স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডানদিকে খন্দে উল্টে পড়ে যায়। ঝুঁটভর্তি ট্রাকটি নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। ফলে তুলা মিলের কাঁচামাল ঝুঁট ভর্তি বস্তা পানিতে নিমর্জিত হয়। কটন মিল কর্তৃপক্ষ পানিতে নিমজ্জিত ট্রাক থেকে মালামাল উদ্ধার করছেন।