কালিগঞ্জ উপজেলার ফতেপুর মোহনা সংসদের আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে ভগবান যশোমন্তপুর সরকারি স্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে।মোহনা সংসদের কোষাধ্যক্ষ শহিদুল পাড়ের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনালে বাঁশতলা তরুণ সংঘ ব্যাডমিন্টন দলকে হারিয়ে ফতেপুর হাজরাপাড়া যুব ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোহনা সংসদের সেক্রেটারি রুহুল আমিন পাড় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।মোহনা সংসদের সহ-সভাপতি নুরুজ্জামান পাড় স্বাগত বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন মোহনা সংসদের ক্রীড়া সম্পাদক রুহুল আমিন মুকুল,হাবিবুল্লাহ পাড়,মোকসেদ পাড়, হাবিবুল্লাহ মিস্ত্রি,আমিনুর রহমান প্রমুখ।খেলার ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন স্থানীয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান।