শাহাদাত হোসেন,সাতক্ষীরা প্রতিনিধিঃ পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি নব-দিগন্ত গোল ক্লাব যুব সংঘের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সার্বিক সহযোগিতায় বিশ্ব পানি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলার বন্ধকাটি গোল ক্লাব সংলগ্ন বিশ্ব পানি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বন্ধকাটি নব-দিগন্ত গোল ক্লাবের সভাপতি শাহরিয়ার পারভেজ ও ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি- রেহানা পারভিন, নবযাত্রা প্রকল্পের এ এস এস ও গোলাম দস্তগীর বকসী প্রমুখ,এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে একটি র্যালি বের করে বন্ধকাটি গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বন্ধকাটি গোল ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।