ডুমুরিয়া উপজেলার চুকনগরের শাহাজাহান আলীর পরিবারের পক্ষ থেকে বাপ্পি ফাউন্ডেশন কেশবপুরে দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
কেশবপুরের বর্ণমালা ৭১ প্রিন্টিং প্রেসের স্বত্বাধীকার শফিকুল ইসলাম সুইট এর মাধ্যমে ১৫ জন ব্যক্তিকে এখাদ্য সহায়তা প্রদান করা হয়।খাদ্য সহায়তা হিসেবে ছিল ১০ কেজি চাল,১ লিটার সোয়াবিন তৈল, ১কেজি খেজুর,১ কেজি চিনি,১ কেজি মুসুর ডাল, ১কেজি বুট ডাল ও ১ কেজি লবণ মোট ৭ রকম পণ্যের প্যাকেট ।এখাদ্য সহায়তা পেয়ে বৃদ্ধ নেকজান বিবি( ছব্দ নাম) আবেগ আপ্লুত হয়ে বলেন যারা এব্যবস্তা করেছেন আল্লাহ তাদের পরিবারের মৃত্যু বরণ কারী সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,বালা মুসিবত দূর করে আয় রোজগারে বরকত দান করুন।