কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, অধ্যাপক মশিউর রহমান, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, খেলাঘরের আব্দুল মজিদ, উদীচীর প্রতিনিধি ডাঃ সৌমেন বিশ্বাস, নিমাই চাঁদ নন্দন প্রমুখ। সভায় বাংলা নববর্ষ-১৪২৯ পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।