কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়ীয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত বাওড় মর্শ্বিনা একটি ঐতিহ্যবাহী বাওড়।এই বাওড় মর্শ্বিনাতে মাছ চাষের শুভ উদ্বোধন করা হয় ১৪ই এপ্রিল বৃহস্পতিবার।
মাছ চাষের শুভ উদ্বোধন করেন জাহানপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে অপূর্ব সরকার, দিলীপ সরকার ও রাজকুমার সরকার। মাছ চাষের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপদ সরকার, বীরেন্দ্রনাথ সরকার,গণেশ সরকার সহ আরো অনেকে। বিভিন্ন প্রজাতির আনুমানিক ৫৪ হাজার টাকার মাছ ছাড়েন তারা।এ সময় উৎসুক জনতা মাছ চাষের শুভ উদ্বোধনের মাধ্যমে বাওড় মর্শ্বিনাতে মাছ ছাড়া দেখতে ভিড় জমায়।জাহানপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বাওড় মর্শ্বিনাতে মাছ চাষের মাধ্যমে বাজারে মাছের চাহিদা পূরন করা সহ মাছ চাষ করে লাভবান হয়ে নিজেরা স্বাবলম্বী হবেন এমন আশাবাদী হয়েই তারা বাওড়ে মাছ চাষে আগ্রহী হয়ে মাছ ছেড়েছেন।