কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে বিএনপি নেতা মাষ্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন,যশোর নগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মারম্নফুল ইসলাম,বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ,জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জাফর সাদিক,কেশবপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস,থানা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর মশিয়ার রহমান,যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক,মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম,হুমায়ুন কবীর সুমন প্রমুখ।কর্মী সভায় সকলের মতামতের ভিত্তিতে মাষ্টার শফিকুল ইমসলামকে আহ্বায়ক ও মাষ্টার রেজাউদ্দৌলা নিজামকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় বলে থানা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর মশিয়ার রহমান জানিয়েছেন।