কেশবপুরে সামাজিক নিরাপত্তা কর্মীসূচীর আওতায় হাসানপুর ইউনিয়নে চার শতাধিক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেনের উপস্থিতিতে রবিবার সকালে ২০৬ জন বয়স্ক ব্যাক্তি ও ২০৯ জন বিধবার মাঝে ভাতার কার্ড বিতরণ করেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, জি এম আলতাফ হোসেন, ইউনিয়ন সমাজসেবা অফিসার আব্দুস সালাম, ইউপি সচিব মিনারুল ইসলাম, ইউপি সদস্য এস এম হেকমত আলী, মাষ্টার কামরুজ্জামান, বুলবুল আহম্মেদ, ডাঃ আশরাফুজ্জামান, কল্লোল দাস, আব্দুর রশিদ, নূরনবী সামদানী, আরফাজুল ইসলাম, আতিয়ার রহমান, সাজেদা বেগম, জাহানারা বেগম, রুবিয়া বেগম, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।