পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌগাছা থানা পুলিশের আয়োজনে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। সোমবার সন্ধ্যায় থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের সভাপতিত্বে ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল আশেক সুজা মামুন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্ত্মফা,সহ সভাপতি এইচ এম আমির হোসেন,তপন কুমার ঘোষ মন্টু,ভাইস চেয়ারম্যান পলাশ মলিস্নক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল,ইউপি চেয়ারম্যান কাজী মোস্ত্মফিজুর ইসলাম মুক্ত,এসএম হাবিবুর রহমান,এসএম আনিসুর রহমান, তৌহিদুজ্জামান, আলাউদ্দীন আলা,আব্দুল কাদের বিশ্বাস,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান প্রচার সম্পাদক আজিজুর রহমান সহ উপজেলার বিভিন্নস্ত্মরের রাজনীতিবিদ,ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ, প্রথমিক শিক্ষক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগণ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্ত্মরের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ,চৌগাছা থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ উপজেলার তিনশতাধিক আমন্ত্রিত অতিথি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।