ব্র্যাক খুলনা অঞ্চলের কয়রা উপজেলার উত্তর বদকাশী শাখার উদ্যােগে ইফতার ও দােয়া মাহফিল ২৪ এপ্রিল বিকাল ৫ টায় ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্র্যাক উত্তর বেদকাশীর শাখা ব্যবস্থাপক মােঃ শহিদুল ইসলামের পরিচালনায় ইফতারের পুর্বে দােয়া মাহফিলে আলােচনায় বক্তব্য রাখেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কােম্পানী, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়রম্যান মােঃ আছের আলী মােড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মােহসীন আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, গণমুখী ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওয়াজেদ আলী, ব্র্যাক উত্তর বদকাশী শাখার হিসাব কর্মকর্তা মােজাফ্ফর হােসেন পুলিশ সদস্য আঃ ছাত্তার প্রমুখ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার লােক অংশ গ্রহণ করেন।
কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৪/০৪/২২ ইং।