Dhaka ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় মুণ্ডা নারীকে গণধর্ষণ মামলায় ১৬৪ ধারায় আসামীদের দােষ শিকার

খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গােষ্ঠী (মুণ্ডা) নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত শুক্রবার ইমরান হােসন এবং শনিবার ওমর সাদিক, শাহ আলম ও জােবায়ের হােসেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দেয়। ১৬৪ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মােঃ আনােয়ারুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকায় তাদের দােষ স্বীকার করে। এ ছাড়া এর সাথে কারা জড়িত ছিলাে তা জানিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মােঃ ইব্রাহীম আলী বলেন, কয়রায় মুণ্ডা নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে তাদের দােষ শিকার করেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মােঃ রবিউল হােসেন বলেন, ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আদালতে আসামীরা দােষ শিকার করেছে। বাকী আসামীদরকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

Popular Post

বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু

error: Content is protected !!

কয়রায় মুণ্ডা নারীকে গণধর্ষণ মামলায় ১৬৪ ধারায় আসামীদের দােষ শিকার

Update Time : ০৯:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গােষ্ঠী (মুণ্ডা) নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত শুক্রবার ইমরান হােসন এবং শনিবার ওমর সাদিক, শাহ আলম ও জােবায়ের হােসেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দেয়। ১৬৪ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মােঃ আনােয়ারুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকায় তাদের দােষ স্বীকার করে। এ ছাড়া এর সাথে কারা জড়িত ছিলাে তা জানিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মােঃ ইব্রাহীম আলী বলেন, কয়রায় মুণ্ডা নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে তাদের দােষ শিকার করেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মােঃ রবিউল হােসেন বলেন, ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আদালতে আসামীরা দােষ শিকার করেছে। বাকী আসামীদরকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে।