ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জে গণধর্ষণের শিকার এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
চিকিৎসক জানান, স্বজনরা বিষপানের কথা বললেও তেমন কিছু মেলেনি। তবে হাতে ক্ষতের চিহ্ন রয়েছে।
জানা যায়, তিন মাস আগে ভাষানচর ইউনিয়নে এক যুবকের সাথে বিয়ে হয় মেয়েটির। চাকরি সূত্রে স্বামী ঢাকায় অবস্থান করায় বাবার বাড়িতে থাকতেন তিনি। এ সময় বাবু নামে এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন।
স্বজনদের অভিযোগ, গত রোববার রাতে মেয়েটিকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে গণধর্ষণ করে বাবু ও তার দুই বন্ধু। জানাজানি হলে সালিশি বৈঠকে বিষয়টির সমাধান করা হয়। তবে বাড়ি ফিরে লজ্জায় আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ।