চাঁপাইনবাবগঞ্জে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) কমিটি গঠন – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) কমিটি গঠন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২, ২০২৫
oplus_2

অদ্য ০২-০৫-২০২৫ খ্রি.তারিখ রোজ শুক্রবার বিকেল ৫ ঘটকার সময় রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) কমিটি গঠন হয়।

মিটিং এর শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন, মো: কফিল উদ্দিন ( ডিডাফ রাজশাহী বিভাগ ধর্ম বিষয়ক সম্পাদক ) সভাপতিত্ব করবেন মো: রবিউল ইসলাম ( ডিডাফ সেন্টার কমিটি ঢাকা ও সমন্নয়ক রাজশাহী বিভাগ ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:মনিরুল ইসলাম ( ডিডাফ সেন্টাল কমিটি সদস্য ও রাজশাহী বিভাগে সমন্নয়ক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আলাউদ্দীন মন্ডল (ডিডাফ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক) আরো যারা উপস্থিত ছিলেন, মো:  মামুন ( সাধারণ সম্পাদক ডিডাফ রাজশাহী বিভাগ) রবিউল ইসলাম ,এরসাদ আলী,বাহাদুর আলী, নাসিরুল ইসলাম, লিটন, সেলিম, প্রবির কুমার, আব্দুল হাসিব,গোলাম কিবরিয়া, সাকিবুজ্জামান, বিপ্লাব হাসান,ইসমাইল হোসেন, মজিবুর রহমান, লিটন আলী,
অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ
জেলা ২৮ সদস্য নতুন কমিটি সেন্টালে পাঠানো বিষয় নিয়ে আলোচনা করেন। ও এম,ডি মোহাম্মদ রফিকুল আমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে।
উপস্থাপনা ছিলেন,মো: আনোয়ার পারভেজ,

error: Content is protected !!