ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনালী ব্যাংকের উথলী শাখা থেকে ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অস্ত্রের ভয় দেখিয়ে কর্মীদের জিম্মি করে তারা এ ঘটনা ঘটায়। রোববার দুপুরে হেলমেট ও পিপিই পরে তিনজন গ্রাহক পরিচয়ে ব্যাংকে প্রবেশ করে প্রহরী, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে পালিয়ে যায়।
ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, বেলা সোয়া একটার দিকে হেলমেট ও পিপিই পরে ব্যাংকের ভেতরে তিনজন আসে। প্রথমেই তাদের একজন এক প্রহরীর গলায় ধারালো চাকু ঠেকিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। বাকি দুজন অস্ত্রের মুখে সব কর্মকর্তা-কর্মচারী, প্রহরী ও গ্রাহকদের জিম্মি করে একটি ঘরে বন্দী করে ফেলে। এরপর ক্যাশ কাউন্টারে থাকা ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর টাকা লুটকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ও বিজিবি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।।