ছাত্রীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রধান শিক্ষক মোঃ আকরাম মন্ডল (৫৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ – magurarkotha.com

ছাত্রীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রধান শিক্ষক মোঃ আকরাম মন্ডল (৫৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৫

ছাত্রীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রধান শিক্ষক মোঃ আকরাম মন্ডল (৫৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় হতে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণ, মানব পাচারকারীসহ ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

উল্লেখ্য যে, এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ দোলা আক্তার (১৬) মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ-বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। আসামী মোঃ আকরাম মন্ডল (৫৩) উপরোক্ত স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিল। ভিকটিম স্কুলে অবস্থানকালে আসামী ভিকটিমকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত। ভিকটিম আসামীর প্রস্তাবে রাজি না হলে আসামী মোঃ আকরাম মন্ডল, ভিকটিমকে পরীক্ষায় ফেল করানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী প্রদান করে। গত ইং-২৬/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম দোলা স্কুলের ২৬শে মার্চ উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত হলে আসামী ভিকটিমকে বিবাহের প্রলোভনে ফুসলাইয়া আসামীর বাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে আসামীর বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে নওগাঁ জেলার মান্দা থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

উক্ত মামলা রুজুর পর থেকেই আসামী আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামী গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীর অবস্থান সনাক্ত পূর্বক জানতে পারে যে, এজাহারনামীয় পলাতক আসামী প্রধান শিক্ষক মোঃ আকরাম মন্ডল (৫৩) নাটোর জেলার বড়াইগ্রাম ধানাধীন বনপাড়া এলাকা হতে গ্রেফতার করে।

উক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!