জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা আগামী ৭ তারিখ প্রকাশ করা হবে এবং ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।
রবিবার(৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্ততি আরো বলা হয়, সংগীত,চারুকলা,নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন এই চারটি বিশেষায়িত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পর বিভাগ অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd তে পাওয়া যাবে।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে ২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়বে ১৪ জন।