জেলা প্রশাসক কর্তৃক মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন – magurarkotha.com

জেলা প্রশাসক কর্তৃক মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৫, ২০২৩

গতকাল ২৪ আগস্ট ২০২৩ তারিখে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। পরিদর্শনকালীন তিনি বিদ্যালয়ে একটি ৩২ ইঞ্চি স্মার্ট
মাল্টিমিডিয়া মনিটর ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মো: আবু নাসির বাবলু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সভাপতি,মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা; জনাব মো: তারিফ-উল-হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, মাগুরা; জনাব এ.এস.এম. সিরাজুদ্দোহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাগুরা; জনাব সৈয়দা দিলরুবা খানম, প্রধান শিক্ষক, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।

জেলা প্রশাসক বলেন যে, মাগুরা জেলার সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা) পর্যায়ক্রমে একটা ইন্টিগ্রেটেড ওয়েব বেজড্ অনলাইন প্লাটফর্মে নিয়ে আসা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ইতোমধ্যে ১৬ টি প্রাথমিক বিদ্যালয়কে এই অনলাইন প্লাটফর্মে নিয়ে আসা হয়েছে যেখানে শিক্ষকরা খুব সহজেই তাদের মতামত, পরামর্শ ও সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরতে পারছেন।

স্মার্ট মাল্টিমিডিয়া মনিটর প্রদানের বিষয়ে জেলা প্রশাসক বলেন যে, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ শেষে আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এরই প্রেক্ষিতে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট মাল্টিমিডিয়া মনিটরটি স্থাপন করা হলো। এই মনিটর ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজুয়াল কন্টেন্ট দেখতে পারবে।

জেলা প্রশাসন, মাগুরা আশা করে যে, এই মনিটরটি ব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে। ভবিষ্যতের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য যে, মনিটর ও শিক্ষা সামগ্রী প্রদানের পাশাপাশি জেলা প্রশাসক স্কুলের বাউন্ডারি পুনঃনির্মাণের আশ্বাস প্রদান করেন।

error: Content is protected !!