মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ মিলনায়তনে সোমবার “প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের পুনরায় ‘বিদ্যালয়ে ভর্তিকরণ”অনুষ্ঠিত হয়েছে।সোমবার আনুষ্ঠানিকভাবে ওইসব শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রোকুনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আশরাফুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. বেবী নাজনীন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বোরহান উল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন, শতভাগ ভর্তি থাকলেও শতকরা ১৮ ভাগ শিশু ঝরে পড়েছে। এদের মধ্যে মহম্মদপুর উপজেলায় রয়েছে শতকরা ৪-৫ পারসেন্ট।
জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ বলেন, আজকে যে ৩০টি বাচ্চাকে আমরা ফিরিয়ে আনলাম। এ ৩০টি বাচ্চা যেন ৩০টিই থাকে। এরপর যেন এরা ঝরে না পড়ে। এটি হবে আমাদের কমিটমেন্ট। একেকটা বাচ্চা একেকটা সম্পদ। আরো ঝরে পড়া বাচ্চা থাকলে তাদেরও আমরা ফিরিয়ে আনব।স্কুলে ভর্তি হতে পেরে সকল শিশুই আনন্দ প্রকাশ করেছে।
উল্লেখ্য, বিভিন্ন সময় প্রাথমিক ‘বিদ্যালয় থেকে ঝরে পড়ে বেশকিছু শিশু। উপজেলার বিভিন্ন স্কুলের ৩০ শিশুর ব্যাপারে খোঁজ নেয় জেলা প্রশাসন।উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ প্রাথমিক শিক্ষা অফিসার দের কাজে লাগিয়ে পরে তাদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা, কলম, জুতা ও আর্থিক প্রনোদনাসহ শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ সফলতা পেল।