এম.এ জলিল,স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহে বজ্রপাত রোধে সড়কের দু’ধারে তালবীজ রোপনের কর্মসূচি হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছে সদর উপজেলার ধোপাবিলা গ্রামের ফারুক হোসেন নামের এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জামতলা এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এ সময় পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর উদ্যোক্তা ফারুক হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে আসছেন। এরই অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ৪ শতাধিক তাল বীজ সংগ্রহ করে তাল বীজ রোপন এর কার্যক্রম বাস্তবায়ন করছেন। এ কর্মসূচীর আওতায় পাগলা কানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে তালবীজ রোপন করা হবে। বজ্রপাতে প্রাণহানি এড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিরূপ আবহাওয়া মোকাবেলায় তালবীজ রোপনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বৃক্ষরোপনে আরো বেশি মনোনিবেশ করার হওয়ার আহবান জানানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।