ডেস্ক রিপোর্ট : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে ট্রাক্টরপাচায় চতুর্থ শ্রেণির ছাত্র এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বিশাল মিয়া (১০)। ওই গ্রামের কৃষক মনোয়ার হোসেনের ছেলে সে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। একই দিন বকশীগঞ্জ পৌরসভার তিনানিপাড়ায় বাঁশঝাড়ে ঝুলন্ত গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার মেরুর চর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের কৃষক মনোয়ার হোসেন আজ বুধবার সকালে বাড়ির কাছেই ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যান। মনোয়ার হোসেন সকাল ১০টার দিকে ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ করে বাড়িতে নাস্তা করতে যান। এ সময় তার ছেলে বিশাল মিয়া ট্রাক্টরটি চালু করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সে পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত যায়। শিশুটি স্থানীয় ভাটি কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
অপরদিকে আজ বুধবার সকালে বকশীগঞ্জ পৌরসভার তিনানিপাড়া এলাকায় বাঁশঝাড়ে ঝুলন্ত গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তি স্থানীয় মৃত হাসমত আলীর ছেলে। স্থানীয়রা এভাবে তার মৃত্যুকে রহস্যজনক বলে ধারণা করছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট কালের কণ্ঠকে জানান, ট্রাক্টরচাপায় শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ না থাকায় স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে দাফন করেছে। অপরদিকে বাঁশঝাড় থেকে উদ্ধার করা গোলাম মোস্তফার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।