সাতক্ষীরা থেকে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম এর সহধর্মিনী মিসেস আনোয়ারা বেগম (৫৬) মৃত্যুবরণ করায় তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন শ্যামনগর দৃষ্টিপাতের ব্যুরো প্রধান হাজী মুরাদ হোসেন, বিশেষ প্রতিনিধি গাজী শাহ-আলম, বিশেষ প্রতিনিধি এসএম জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি আবু ইদ্রিস, ডাঃ মোঃ আসাদুজ্জামান আসাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, পদ্মপুকুর প্রতিনিধি মোঃ শামীম হোসেন, রমজাননগর প্রতিনিধি গাজী খালিদ সাইফুল্লাহ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ আবু তাহের, আলমগীর হোসেন সেন্টু, আবু মুসা, মোঃ সাইদুর রহমান, আল আমিন হোসেন সহ দৈনিক দৃষ্টিপাত পরিবারের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য তিনি স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যকালে তিনি স্বামী, ২ পুত্র, ২ পুত্রবধূ, ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।