যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ক্রীড়াঙ্গণ বিশ্বের দরবারে সাফল্যে অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের চলমান উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে বাচিয়ে রাখতে হবে।
কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা নেতা রেজাউল করিম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ।
জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ম্যান অবদ্যা ম্যাচ, ম্যান অবদ্যা সিরিজ ও সেরা গোলদাতার পুরস্কার প্রদান করা হয়। খেলার ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম, মহিরউদ্দিন মাহী, কামরুজ্জামান বুলু ও হাফিজুর রহমান হাফিজ।