আবু বক্কার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৩০ বোতল ফেন্সিডিল সহ আমিন(৩৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাতকাড়া মোড় এলাকায় পুলিশ উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এ সময় আমিন হোসেনের কাছ থেকে ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও একটি ভারতীয় সিম উদ্ধার করেন।
আটককৃত আমিন হোসেন উপজেলার বিন্যাকুড়ি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের শনিবারে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।