শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, দুটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মামুন, নিরাপত্তা চেয়ে আবেদন নাটোরে ইউএনও’র ভাগ্নে পরিচয়ে প্রতারণা: শান্ত নামে যুবক গ্রেপ্তার রাজশাহীতে আরএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স ১৫তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ২ রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩ শতাংশ, মেয়েরা এগিয়ে,,চাপাইনবয়াবগঞ্জ ৮১.৪৮ শতাংশ আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন রাজশাহীর আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে ভুয়া সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন রাজশাহীতে বাড়ছে স্ক্যাবিস-ফাঙ্গাসজনিত চর্মরোগ সীমান্তে বিএসএফের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে : নাহিদ ইসলাম রাজশাহীতে বিএনপির নেতা মরহুম এ্যাড: নাদিম মোস্তফার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত আরএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের শুভ উদ্বোধন বাঘায় জামাই এর কান কেটেপড়ে শশুর-শালার রডের আঘাত বাংলাদেশ আমজনগণ পার্টর রাজশাহীর মোহনপুর উপজেলার মাসিক মিটিং অনুষ্ঠিত নওগাঁয় এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ার এক তরুণী সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষ্যে শ্যামনগরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদকঃ / ৬১৩ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৯:৫৭ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালি মন্দির পরিদর্শনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। র‌্যাব ও বিমান বাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নেয়ার পাশাপাশি প্রস্তুতির শেষ পর্যায়ে এসে সব পক্ষের অংশ গ্রহনে সমন্বয় সভা করে সমগ্র আয়োজনকে নির্ভুল করার চেষ্টা চলছে।
মন্দির ও পাশ্ববর্তী সকল সংযোগ সড়ক সংস্কারের পাশাপাশি গোটা এলাকাকে নুতন সাজে সাজানো হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের এ আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিদিনই শ্যামনগরে ভিআইপিদের পদচারনা বেড়েই চলেছে। দেশী বিদেশী যে কোন প্রধানমন্ত্রীর যশোরেশ্বরী কালি মন্দির এলাকায় প্রথমবারের মত আগমনের ঘটনায় গোটা জনপদজুড়ে রীতিমত সাজ সাজ রব পড়ে গেছে।
সরেজমিনে মঙ্গলবার যেয়ে দেখা গেছে হেলিকপ্টার অবতরনের জন্য নির্মিত ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও পাশ্ববর্তী শষ্যক্ষেত্রে মোট ৪ টি হেলিপ্যাড নির্মিত হয়েছে। অবতরণ ক্ষেত্র থেকে মন্দির পর্যন্ত সড়কের দু’পাশে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকায় মুড়িয়ে দেয়া হচ্ছে। এছাড়া দুই দেশের সরকার প্রধানের ছবিসহ নীতিবাক্য সংবলিত প্লাকার্ড স্থাপনের জন্য নিযুক্ত শ্রমিকরা সকাল থেকে কাজ শুরু করেছে। ইতিপুর্বে বিদ্যালয় মাঠের হেলিপ্যাড হতে অনতিদুরে নির্মিত অপর তিনটি হেলিপ্যাড পর্যন্ত সড়ক ছয় ফুট প্রশস্থ করা হলেও মঙ্গলবার সকাল থেকে তা আরও আড়াই ফুট প্রশস্থ করার কাজ শুরু করেছে স্থানীয় সরকার বিভাগের লোকজন। সোমবার ভারতীয় দূতাবাস কর্তারা পুনরায় হেলিপ্যাডস্থল পরিদর্শনের পর সড়কটি আট ফুটে উন্নীত করার পরামর্শ দেয় বলে জানা গেছে।
এদিকে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে প্রায় প্রতিদিন ভারত ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শ্যামনগরের যশোরেশ্বরী কালি মন্দির এলাকা পরিদর্শন করছেন।সার্বিক প্রস্ততি সহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের প্রতিনিধি কৌশিক রায় যশোরেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করেন। ইতিমধ্যে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সহ ভারতীয় এস পি জি এবং বাংলাদেশের এসএসএফ সদস্যরা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান, র‌্যাব এর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার শ্যামনগর পরিদর্শন করেছেন। এছাড়া মঙ্গলবার বিকালে হেলিকপ্টারযোগে ভারতীয় নিরাপত্তা দলের কিছু সদস্য মন্দির প্রাঙ্গনে পৌছায় বলেও জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে শোভাবর্ধনসহ সংস্কার কাজ সম্পন্নের পাশাপাশি যাবতীয় অবৈধ স্থাপনা অপসারন করায় যশোরেশ্বরী কালি মন্দির নুতন এক রুপ লাভ করেছে। আশপাশের সকল সড়কের দু’পাশে আলোর ব্যবস্থা করায় এক সময়ের ভুতুড়ে এ জনপদ এখন রীতিমত আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। মন্দিরের প্রবেশদ্বারে গড়ে ওঠা দুই শত বছরেরও বেশী বয়সী বট গাছ-এ নানা রং এর লম্বা ফিতা লাগিয়ে দিয়ে ঐতিহ্যের বাহক মন্দির প্রাঙ্গনের বট গাছের বিশেষত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
এদিকে পুর্বানুমতি ছাড়া মন্দির সংশ্লিষ্ট নন এমন কাউকে যেমন মন্দিরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তেমনী বহিরাগতদের মন্দির এলাকা পরিদর্শনের উপর কঠোর নজরদারি করছে বিভিন্ন সংস্থার সদস্যরা।
যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌছানোর সুযোগে প্রস্তুতির নানাদিক খতিয়ে দেখতে সোমবারের ন্যায় মঙ্গলবারও এসএসএফসহ প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তিরা মন্দির প্রাঙ্গনে সমন্বয় সভা করেছে। এ সভায় জেলা প্রশাসক মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বারসহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধুর জম্ম শত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসার পরের দিন ২৭ মার্চ সকালে নরেন্দ্র মোদীর শ্যামনগরে আসার কথা রয়েছে। প্রায় ত্রিশ মিনিটের ঐ সফরে সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপুর্ন পীঠস্থান হিসেবে খ্যাত যশোরেশ্বরী কালি মন্দির ভারতের প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!