পটুয়াখালীর দুমকিতে দশমিনা-ঢাকা রুটের বেপারী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৪৭) উপজেলার লালখা ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় ওই পরিবহনের ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা বলেন, ‘দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের বাসটি দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকা দিয়ে যচ্ছিল। এ সময় বিকট শব্দে বাসটির সামনের চাকা পাঞ্চার হলে চালক নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি একটি গাছের ওপর সজোরে ধাক্কা লাগায় এটার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই পরিবহন বাসের ১০ যাত্রী আহত হয়েছে।
এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত আট যাত্রীকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই বাসের চালক ও হেলপার পালাতক রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।