শ্যামনগর উপজেলার নূরনগরে সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামনগরের কৃতিসন্তান জি এম নূর ইসলাম এর সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার আছর নামাজ বাদ বিকাল ৫ টায় নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিতিতে পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় মরহুমার বর্ণাঢ্য জীবন ও স্মৃতি স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্য গবেষণা পরিষদের উপদেষ্টা প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওঃ আব্দুল হান্নান, নীলাকাশ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ নুরুজ্জামান, অত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাকির আহমেদ, সাহিত্য সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, কোষাধক্ষ্য হাফেজ মোঃ আবু দাউদ, নূরনগর হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আমিনুর রহমান, দেয়া জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ফরিদ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ছবিবর রহমান, ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক, আবু মুসা, মোঃ মকবুল সরদার, ডাঃ রাশেদুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম সহ অত্র পরিষদের সকল সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম। উলেখ্য, প্রয়াত আনোয়ারা বেগম ৫৭ বছর বয়সে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন।