শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার শ্রী রামদিয়া এলাকার ওয়াজেদ মোল্লার পুত্র ওহেদ মোল্লা ও পোড়াদহ এলাকার সাহেদ আলী মোল্লার পুত্র লিটু মোল্লা।
স্থানীয়রা জানায়, ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
নগরকান্দা থানার অফিসার ইনর্চাজ মু. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা থেকে রাজশাহী ফেরার সময় উপজেলার বাশাঁগাড়ী রামদিয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ধান মাড়াই মেশিন নিয়ে পার হওয়ার সময় এই ঘটনা ঘটে বলে তিনি জানান।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল রওনা হয়েছে বলে জানা গেছে।