ডেস্ক রিপোর্ট : রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন মডেল থানা ও মতিঝিল থানায় পৃথক ৪টি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে অগ্নিসংযোগ ও বিশেষ ক্ষমতা আইনে দুই থানায় দুটি করে পৃথক চারটি মামলা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সংঘটিত অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৬-৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকার মশাল মিছিল থেকে ছাত্রদলের ২ নেতাকর্মীকে বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
রাতেই ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, বসুন্ধরার উল্টো দিকে সন্ধ্যার পর একটি মশাল মিছিল যাচ্ছিল। সেসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা ও নাশকতা চালানোর চেষ্টা করে। সেসময় পুলিশ দুজকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থেকে কেউ গ্রেফতার আছে কিনা- জানতে চাইলে ডিসি সাজ্জাদুর বলেন, ‘আমাদের অভিযান এখনও (বৃহস্পতিবার রাত পর্যন্ত) চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’