ঝিনুক টিভি ডেস্ক-
শেখ হাসিনার দর্শন,সব মানুষের উন্নয়ন প্রতিপাদ্যের উপর বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করা ও বিজ্ঞান শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা বুধবার ঝিনাইদহের হরিণাকু-ুতে উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াশিকুর রহমান, সরকারি লালন শাহ্ কলেজের প্রভাষক সনদ বিশ্বাস ও জোড়াদহ কলেজের প্রভাষক উৎপল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।