দাম কমাও, মানুষ বাঁচাও” এই স্লোগান নিয়ে মাগুরায় বিদ্যুৎতের মুল্য বৃদ্ধির পায়তারা রুখে দাড়াতে সমাবেশে করেছে বাম গণতান্ত্রিক জোট।
আজ (০৮ অক্টোবর ) শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে কাজী ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেত্রী প্রকৌশলী শম্পা বসু, সিপিবি নেতা এটি এম আনিছুর রহমান, এটি এম মহবত আলীসহ অন্যরা। সমাবেশে বক্তরা বলেন, সরকার একচাটিয়াভাবে বিদুৎতের দামও বাড়ানো পায়তারা করছে। বিদ্যুৎতের দাম বাড়ালে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তারা বলেন, গেল কয়েক বছর ধরে বিদ্যুৎ খাতে অসম্ভব ভাবে লুটপাট- দুনীর্তি হয়েছে তার বিচার করতে হবে। এই লুটপাটের শাস্তি জনগনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বিদ্যুৎতের দাম বৃদ্ধি করা চলবে না।সূত্র মাগুরা 24