হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে নারী উন্নয়ন সংগঠন প্রেরণা। প্রেরণা’র আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা নারীনেত্রী ইলা দেবী মল্লিক। প্রেরণা নারী কর্মী শামিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা এর নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাতক্ষীরা স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় চ্যানেলের জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশিক মেহেদী, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ, মানববন্ধন কর্মসূচিতে এনজিও প্রতিনিধি, নারীনেত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সমাজকর্মী সহ প্রেরণা নারী কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বেগমগঞ্জের নারী নির্যাতনসহ সারাদেশের সকল প্রকার নারী নির্যাতন যৌন হয়রানি ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ নির্মূলে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।