ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্যামনগর সফরকে ঘিরে র‍্যাবের প্রস্তুতি মহড়া – magurarkotha.com

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্যামনগর সফরকে ঘিরে র‍্যাবের প্রস্তুতি মহড়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে আজ বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা র‍্যাব ৬ আবারো এক প্রস্তুতি মহড়া চালিয়েছে। এ সময় তারা শ্যামনগর কালিগঞ্জ প্রধান সড়কে মোটরসাইকেল ও মোটর গাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সজাগ করে দেন পরে বংশীপুর মোড় হতে যশোরেশ্বরী কালী মন্দির এলাকার আশেপাশের সড়কগুলোতে মহড়া দেয়। ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা র‍্যাব ৬ কমান্ডিং অফিসার সিনিয়র এএসপি বজলুর রশিদ ও এ এস পি শফিকুর রহমান।

র‍্যাব কর্মকর্তারা আরো বলেন এ সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করেছে র‍্যাব সদস্যরা। শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার শনাক্তে বিশেষ পারদর্শী দল অংশ নেয়। র‍্যাবের ডগ স্কোয়াডও গাড়ি তল্লাশিতে অংশ নেবে।ভারতের প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের কার্যক্রম গ্রহণ করবেন।

error: Content is protected !!