দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তোরাপের সমর্থক ও সাবেক চেয়ারম্যান আলী মিয়ার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে, সেই সূত্র কে কেন্দ্র করে গতকাল ২ জুলাই রোজ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় চাকুলিয়া পূর্ব পাড়া মোকারমের চায়ের দোকান থেকে বর্তমান চেয়ারম্যান গ্রুপের মহম্মদ আলীর সাথে নহাটা ইউপি সদস্য খালেদ হোসেন টোকন (মেম্বার) গ্রুপের সাইদের বাক বির্তক হয়।
এরপরে বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের লোকজন সংঙ্গবদ্ধ হয়ে ইউপি সদস্য টোকন মেম্বারের লোকজনের উপরে হামলা করে এবং ২১ টি বাড়িঘর সহ ১০ টি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এসময় উভয় পক্ষের ৬ জন লোক আহত হয়েছে বলে জানা যায় আহতরা হলেন অন্তরা (১৭)পিতা হিরুন শেখ, ইমন শেখ (১৮)পিতা খোকন শেখ,আজিজুল মোল্যা (১৬)পিতা লিটন মোল্যা, কুদ্দুস শেখ (৭৫) পিতা মৃত কালু শেখ মিনহাজ (১৮) পিতা নজরুল মোল্যা,পলাশ (২৬)পিতা ইশারত মোল্যা আহত হয়েছে। আহত সবাই কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সময় নহাটা ইউনিয়নের ইউপি সদস্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দীর্ঘ দিন ধরে আমরা সাবেক চেয়ারম্যানের সাথে সামাজিক দল করি। কিন্তু কিছুদিন যাবৎ বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তোরাপ বিভিন্ন লোকজন দিয়ে তার দলে মেশার জন্য হুমকি দিচ্ছে। তার দলে না মেশার কারণে তিনি তার লোকজন দিয়ে আমার লোকদের উপরে হামলা করেছে।
এই বিষয়ে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ জানান ঘটনার সাথে সম্পৃক্ত হামিদ নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে ঐ বিষয়কে কেন্দ্র করে যাতে পরবর্তীতে আর কোনো সংঘর্ষ না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পরেও যদি কেউ বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।