মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে কভার্ড ভ্যান ট্রাক বিক্রির সময় চোর চক্রের ২জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। বুধবার রাতে কভার্ড ভ্যানের বডি কেটে বিক্রির সময় তাদের আটক করে। আটককৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়ার ছায়মানার গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে মোঃ ইয়ামিন মিয়া (২৫) ও খাগড়াছড়ি জেলার মাটিডাঙ্গা থানার দক্ষিন মুসলিমপাড়ার আব্বাস আলীর ছেলে জুয়েল রানা (২৯)। বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা মেট্রো ট- ২০-৬৬৯৯নম্বরের একটি কভার্ড ভ্যানের বডি কেটে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির বাকি অংশ কেটে নেওয়ার কাজ চলছে। এমন খবরে খবরের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এস আই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই আলী হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় গাড়ির সামনের কেবিন- চ্যাসিস সহ ইয়ামিন ও জুয়েল রানাকে আটক করা হয়।