আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পূজা উদযাপন পরিষদ,মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল আক্তার কাফুর উজ্জলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদরের ঐতিহ্যবাহী বীরেন শিকদার আদর্শ স্কুলএন্ড কলেজর অধ্যক্ষ ও আওয়ামীলীগের নেতা মোঃ মিজানুর রহমান মিলন, থানার এস আই মোঃ গোলাম মোক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী,মহম্মদপুর সদর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবু সনজীবন সাহা প্রমুখ।
পূজা মন্ডপ কমিটির পক্ষে রাজবাড়ি কেন্দ্রীয় দশভুজা মন্দির কমিটির সভাপতি ডাঃ কমনীয় কিংকর তেওয়ারী, সাংবাদিক অলোক রায় ,গোবিন্দ দেবনাথ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ-মহম্মদপুর উপজেলাতে মোট ১৩৪ টি পূজা মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তার মধ্য মহম্মদপুর সদর ইউনিয়নে ১০ টি পূজা মন্ডপে প্রতিমা নির্মাণ কাজ চলছে।