দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান (আনারস প্রতিক) বেসরকারিভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। মহম্মদপুর উপজেলায় আব্দুল মান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিরুজ্জামান কবির শালিক প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট।
মহম্মদপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ঈদুল শেখ চশমা ৪৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন সিকদার তালা প্রতীকে ২২ হাজার ১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হাসান হাস প্রতীকে ৩৮ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বপ্না রানী বিশ্বাস কলস প্রতীকে ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন।
মহম্মদপুর উপজেলায় ৬৪টি মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৩৬২ জন