মাগুরা জেলাৱ মহম্মদপুর উপজেলাৱ বিনোদপুর টু নোয়াপাড়া ঘাট সড়কের বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া নামক এলাকায় মর্মান্তিক ইজিবাইক দূর্ঘটনায় নুর নবী মোল্লা নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন ।
নিহত নুর নবী মোল্লা বাবুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের মোঃ আকরাম মোল্লার ছেলে ।
স্থানীয় সূত্রে যানা যায় , আজ বুধবার আনুমানিক বেলা ১২ ঘটিকার সময় বিনোদপুর থেকে বাবুখালীতে যাওয়ার সময় তল্লাবাড়িয়া নামক এলাকায় পৌছালে ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নয়ন ঝুলিতে পাট শুকানো বাশেঁৱ আরের সঙ্গে সরাসরি ধাক্কা লেগে চালকের বুকের ভেতরে বাঁশ ঢুকে যায় । ঘনাস্থল থেকে এলাকাবাসী ইজিবাইক চালক নুর নবী মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন । ঢাকা নেয়ার পথে তিনি মারা যান । নিহতের পরিবারে চলছে শোকের মাতম ।