মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মোঃপিয়ার মোল্ল্যা(২০) পিতা, মোঃআলমগীর মোল্লা, সাং মৌশা,মহম্মদপুর, মাগুরাকে ৩২ পিচ ইয়াবার ট্যাবলেট সহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। মহম্মদপুর থানার এস আই মোঃ মাহমুদুল হাসান, এএসআই মোঃআজিবর রহমান, এএসআই মোঃ কামরুল হাসান, মোঃরাশেদুজ্জামান,মোঃসুজায়েত হোসেন সহ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মহম্মদপুর সদর ইউনিয়নের জাঙ্গালিয়া শেখ হাসিনা সেতু তিন রাস্তার মোড়, সেলিম বিশ্বাসের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর মোঃ পিয়ার মোল্ল্যা অবৈধ মাদকদ্রব্য ইয়াবার ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পুলিশ আসা টের পেয়ে দৌড়ে পালাতে গেলেন তাকে দৌড়ে হাতেনাতে আটক করি,তার শরীর তল্লাশি করলে প্যান্টের ডান পকেটে থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাকে আটক করে মহম্মদপুর থানায় নিয়ে আসা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃবোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পায় সেখানে টিমসহ ফোর্স পাঠালে তাকে হাতেনাতে ইয়াবাসহ ট্যাবলেট সহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করা হয়।