মহম্মদপুর বিশ্ব ডিম দিবস – ২০২৪ পালিত  – magurarkotha.com

মহম্মদপুর বিশ্ব ডিম দিবস – ২০২৪ পালিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১১, ২০২৪

এবারের প্রতিপাদ্য, ডিমে পুষ্টি, ডিমের শক্তি, ডিমে আছে রোগ মুক্তি

সকাল ১০ সময় হসপিটাল রোড থেকে র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে হসপিটাল রোডে এসে শেষ হয়, র‌্যালি শেষে সিদ্ধ ডিম বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে এসম উপস্থিত ছিলেন উপজেলার খামারি, ভেটেনারি ডাক্তার সহ বিভিন্ন ওষুধ কোম্পানির লোক

আয়োজনে: রংধনু ভেট এন্ড এগ্রো কেয়ার ও ডিম ঘর।

প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’

ইতিহাস থেকে জানা যায়, ১৯৯৬ সালে আন্তর্জাতিক ডিম কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো বিশ্ব ডিম দিবস পালন করা হয়। দিনটির মূল উদ্দেশ্য হলো ডিমের পুষ্টিগুণ এবং সারা বিশ্বে মানুষের খাদ্যাভ্যাসে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। কেননা, ডিম সারা বিশ্বে একটি সহজলভ্য এবং পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। যা মানবদেহের প্রয়োজনীয় প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

error: Content is protected !!